1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হিলিতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ  - দৈনিক আমার সময়

হিলিতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ 

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:-
    প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের হিলিতে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সাড়ে ৫টার দিকে হিলি বাজারের এলএসডি গোডাউন মোড়ে বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর  আমিনুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  ফরিদ খান, সাধারণ সম্পাদক  নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক  আরমান আলী সহ আরও অনেকে।
ইফতারের প্যাকেট পেয়ে খুশি পথচারী জামাল হোসেন বলেন, আমি অটোরিকশা চালায় হিলি বাজারের গোডাউন মোড়ে এসে দেখলাম ইফতারের প্যাকেট বিতরণ করছে। আমি ও নিলাম রোজা আছি রাস্তায় কোথাও ইফতার করবো।
বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী বলেন, বিগত দিনে এমন আয়োজন ছিলো না।আমারা এবারে প্রথম প্রায় ১০০০ এক হাজার পথচারীদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করলাম। আগামী দিনে যেন আরও বড় পরিসরে ইফতারের প্যাকেট বিতরণ করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com