চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ হচ্ছে- একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। জনগণের নিকট দায়বদ্ধ এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন সম্ভব। গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন, শুধু এক মাসের সাফল্য নয়, বরং এটা ১৭ বছর ধরে বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের ফসল।
তিনি আজ ২২ মার্চ (শনিবার) পবিত্র মাহে রামজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চান্দগাঁও থানাধীন মোহরা ৫ নং ওয়ার্ডের হামিদচরে চান্দগাঁও থানা যুবদল নেতা রাশেদ কামালের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানবজাতির পথনির্দেশিকা নিয়ে পবিত্র মাহে রমাদানে নাজিল হয়েছে আল কুরআন। কুরআন হচ্ছে মানবজাতির মুক্তির একমাত্র বিধান। মানুষের অধিকার হরণ, ধর্ষণ, হত্যা, খুন, জখম, চুরি, ডাকাতি, ক্ষমতার অপব্যবহারসহ সব অপরাধের বিচারের জন্য সুস্পষ্ট আইন রয়েছে পবিত্র কুরআনে।
চান্দগাঁও থানা যুবদল নেতা রাশেদ কামালের সভাপতিত্বে ও চান্দগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাপ্পীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ ও মোহাম্মদ আজম, ৪ নং চান্দগাও ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব ইলিয়াস চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মাসাদুল কবীর রানা, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, চান্দগাও থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজগার আলী, তারেকুর রহমান, আরিফুর রহমান চৌধুরী, জোবায়ের আলম রিকু, বিএনপি নেতাআলমগীর ইমন সহ নেতৃবৃন্দ।
Leave a Reply