মানিকগঞ্জের হরিরামপুরে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪” পালনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহরুবা পান্নার সঞ্চালনায় ও হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ.ই আকাশ, দৈনিক আমার সংবাদের হরিরামপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক যায়যায়দিন পত্রিকার হরিরামপুর প্রতিনিধি শুভঙ্কর পোদ্দার, বাল্লা ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান, গালা ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাস, এনজিও সংস্থা বারসিকের উপজেলা প্রোগ্রাম অফিসার মুক্তার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
Leave a Reply