1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হবিগঞ্জে বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ  - দৈনিক আমার সময়

হবিগঞ্জে বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ 

কামরুল হাসান কাজল,হবিগঞ্জ প্রতিনিধিঃ
    প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫
হবিগঞ্জের  মাধবপুরে বেতন ও  ভাতার দাবিতে  আরএকে মোস ফ্লাই কোম্পানির শ্রমিকেরা মহা সড়কে বিক্ষোভ করেছে।গত ২ জুন সকাল ৯ টায়    শতাধিক শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেন এবং মহাসড়ক অবরোধ করেন।শ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোম্পানির পক্ষ থেকে তাঁদের নিয়মিত বেতন-ভাতা ও উৎসবকালীন বোনাস সময়মতো দেওয়া হচ্ছে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকেরা বোনাস ও বকেয়া বেতনের দাবি জানালেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা সড়ক অবরোধ করে কর্মসূচিতে অংশ নেন।অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শতাধিক যানবাহন আটকে পড়ে। এর মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। তাঁরা শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোম্পানির কর্তৃপক্ষকে আলোচনায় অংশ নিতে বাধ্য করেন।আলোচনার একপর্যায়ে আরএকে মোসফ্লাই কোম্পানির প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন যে, আগামী ৪ জুনের মধ্যে শ্রমিকদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এই প্রতিশ্রুতি পাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।এ বিষয়ে কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শ্যামল বাবু সাংবাদিকদের জানান, ‘আমরা শ্রমিকদের সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ৪ জুনের মধ্যেই বেতন ও বোনাস পরিশোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com