গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর-দাসেরহাট সড়কের বড় পুকুরপাড় এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নুর হোসেন নামের একজন ঘটনাস্থলে মারা যান। অন্যজন গত বৃহস্পতিবার রাতে প্রাণ হারান।
নিহত ব্যক্তিরা হলেন – সদর উপজেলার দক্ষিণ জামিরতলী এলাকার নুর হোসেন (৫০), পশ্চিম লতিফপুর এলাকার আবদুল হকের ছেলে আবুল খায়ের (৪৮)। তাঁদের মধ্যে আবুল খায়ের বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের বাঁধের গোড়া এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে পথে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র, সকালে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে দিঘলী বাজারের দিকে যাচ্ছিলেন নুর হোসেন। বড় পুকুরপাড় এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দুজন আহত হন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. কাউছার হামিদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply