স্কুল শিক্ষার্থীদের ব্যাংকিংয়ের আওতায় আনাতে নরসিংদীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। নরসিংদীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামে গিয়ে শেষ হয় র্যালীটি। পরে মাধবদীস্থ একটি রিসোর্টে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এনসিসি ব্যাংকের নেতৃত্বে সরকারী-বেসরকারী ৪৭টি ব্যাংকের সহায়তায় এই কনফারেন্সে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয় ।
এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মামদুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল বাশার।
এসময় এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহাবুব আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মোবারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর তানভীর এহসান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply