1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুন্দরবনে মধু আহরণের আনুষ্ঠানিক মৌসুম উদ্বোধন - দৈনিক আমার সময়

সুন্দরবনে মধু আহরণের আনুষ্ঠানিক মৌসুম উদ্বোধন

সিরাজুল ইসলাম ,সাতক্ষীরা ‌প্রতিনিধি ‌:
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে গতকাল সোমবার বেলা ১১ টায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, বনবিভাগ, থানা পুলিশ, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, সমাজকর্মী, সংবাদকর্মী, এনজিও সহ সর্বোপরি মৌয়ালদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে পশ্চিম বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। এ সময়ে তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে পাস নিয়ে আপনারা মধু আহরণে যাচ্ছেন। সরকারি নিয়ম মেনে মধু আহরণ করবেন। মধু আহরণ করতে গিয়ে জীববৈচিত্র নষ্ট করা যাবে না। সুন্দরবন থেকে সরকার অনেক টাকা রাজস্ব পায়। সুন্দরবনের খলিসা ফুলের মধুকে জিআই স্বীকৃতি পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করা হবে। আশা করি আগামী দুই এক বছরের মধ্যে এই সফলতা আপনারা দেখতে পারবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রমুখ। বন বিভাগ সূত্রে জানাযায়, বিগত ২০২৪ সালে সাতক্ষীরা রেঞ্জে ৩৬৪ পাশে ২৪৭১ জন মৌয়ালের মাধ্যমে ১২৩৫.৫০ কুইন্টাল মধু আহরণ করা হয় ও ৩৭০.৬৫ কুইন্টাল মোম সংগ্রহ হয়। এতে সরকারি রাজস্ব আদায় হয় ২৭,৯২,২৩০ টাকা। চলতি ২০২৫ মৌসুমে ১৫ শত কুইন্টাল মধু ও ৪ শত কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পহেলা এপ্রিল থেকে এখনো পর্যন্ত ৩৭ টা মধুর পাশ দেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ বন বিভাগের কাছ থেকে বৈধ পাস নিয়ে ১ এপ্রিল সকাল থেকে সুন্দরবনে মধু আহরণের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঈদের ছুটির কারণে এবার মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিকতা শুরু হলো সোমবার ৭ এপ্রিল। বন বিভাগ সূত্র জানায়, মধু আহরণের আনুষ্ঠানিকতা শুরু না হলেও ১ এপ্রিল সকালে মধু সংগ্রহে চারটি নৌকায় বেশ কয়েকজন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেছে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বনজীবী মৌয়ালদের হাতে পাশ উঠিয়ে দেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। মধু সংগ্রহের বিষয়ে মৌয়ালরা বলেন, ঈদের পর আনন্দের সঙ্গে আশা নিয়ে সুন্দরবনে যাচ্ছি মধু আহরণের জন্য। কিন্তু মৌসুম শুরুর আগে অবৈধভাবে সুন্দরবন থেকে যে হারে মধু চুরি হয়েছে, জানি না আশানুরূপ মধু পাবো কিনা। অল্প জায়গায় মধু আহরণ করে আমাদের পরিবার পরিজনের ভরণপোষণ ও মহাজনের চালান উঠানো কঠিন। আগামী দিনে সুন্দরবনের অভয়ারণ্যগুলোতেও মধু আহরণের অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com