1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও কমিটির ১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের  সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকী কায়েস,যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,যুগ্ম আহবায়ক নুর উদ্দিন,সদস্য আকবর আলী চেয়ারম্যান,সেলিম উদ্দিন,আবুল মনসুর মোহাম্মদ শওকত,সদস্য ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,মোঃ ফুল মিয়া,আনোয়ার হোসেন,নিজাম উদ্দিন,জাকির হোসেন,এডভোকেট মোশাহিদ আলী,ইসহাক মেম্বার,আতাউর রহমান,আব্দুল লতিফ,নুরুল গণি,সুহেল পারভেজ।
আজকের সভায় অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নাসিম উদ্দিন লালা ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।
নেতৃবৃন্দরা বলেন,এই সদর উপজেলা বিএনপির কমিটির যারাই সদস্যরা রয়েছেন আমরা একে অপরের সাথে দলীয় যেকোন কর্মকান্ডে যোগাযোগ করে জেলা বিএনপির নেতৃবৃন্দর পরামর্শ নিয়ে কাজ করতে হবে। কেননা দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের যেকোন নির্দেশনা পালনে আমরা সবাই জিয়ার সৈনিক হিসেবে বদ্ধপরিকর। তারা আরো বলেন,প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো আমরা তৃণমূলের নেতাকর্মীদের উৎসাহ,সাহস জোগাব এবং বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের কর্মকান্ডগুলো নজর রেখে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে কেন্দ্র যাকেই ধানের শীষের প্রার্থী করবেন তাদেরকে বিজয়ী করতে সুনামগঞ্জ জেলা,সদর ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে দলের বৃহত্তর স্বার্থে একসাথে কাজ করে যাওয়ার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com