1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সুনামগঞ্জের জনসাধারণের প্রত্যাশা এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে এমপি হিসেবে দেখতে চাই - দৈনিক আমার সময়

সুনামগঞ্জের জনসাধারণের প্রত্যাশা এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে এমপি হিসেবে দেখতে চাই

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি :
    প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৪- আসনের জন নন্দিত, মাটি ও মানুষের নেতা হাওরাঞ্চলের নিবিদত প্রান, অসহায় মানুষের একমাত্র আস্থা জননেতা এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম নুরুল।
 সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য, এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল কে সুনামগঞ্জ ৪ আসনে এমপি হিসাবে দেখতে চান সুনামগঞ্জ সদর উপজেলাবাসী।
শহীদ জিয়ার ও বেগম খালেদা জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির দুর্দিনের, কারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক।
গেল ফ্যাসিবাদী ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বারবার নির্যাতনের শিকার জননেতা এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল কে এমপি’ হিসেবে দেখতে চান সুনামগঞ্জ ৪ আসনের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সর্বস্তরের জণগণ।
সাধারণ মানুষের মতমত ভিত্তিতে জানাযায়, এ্যাড. নুরুল ইসলাম নুরুল সামাজিক, রাজনৈতিক ও গণ যোগাযোগ মাধ্যমে তিনি তৃণমূল নেতা কর্মীদের অসংখ্য ভালবাসা, দোয়া ও আশির্বাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার পক্ষে ২ উপজেলায় দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী, ভক্ত-ও শুভাকাঙ্খিরা।
হাজার হাজার নর নারীর ভালোবাসায় সিক্ত হচ্ছেন এ্যাড. নুরুল ইসলাম নুরুল। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৪ আসনের আপামর জনতার একমাত্র পছন্দ এমপি’প্রার্থী মাটি ও মানুষের নেতা, জননেতা এ্যাড. নুরুল ইসলাম নুরুল।
বিভিন্ন সুত্র মোতাবেক জানাযায়, জনপ্রিয়তার দিক থেকে মাঠ জরিপে এ্যাড. নুরুল ইসলাম নুরুল সবার চেয়ে এগিয়ে রয়েছেন।
এ্যাড. নুরুল ইসলাম নুরুল এর আন্তরিকতা,মেধা ও রাজনৈতিক প্রজ্ঞাসহ রাজপথে বলিয়ান নেতৃত্ব দিয়ে কাজ করেন গত ৯০ শতকের স্বৈচারবিরোধী আন্দোলন থেকে। । সুনামগঞ্জ -৪ আসন কে বিএনপির একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলেছেন তিনি।
সুনামগঞ্জ-৪ আসনের ২টি উপজেলাই বন্যা কবলিত এলাকায়। প্রাকৃতিক দুযোগ হলেই ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসেন এ্যাড. নুরুল ইসলাম নুরুল।
ওই সময় সুনামগঞ্জ-৪ আসনের ২টি উপজেলাতেই তিনি একজন জনদরদী ও জননেতা নেতার খেতাব পেয়েছিলেন।
 তার একমাত্র চিন্তা,চেতনা সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা তার
একমাত্র স্বপ্ন।
সুনামগঞ্জ -৪ আসনের মানুষের কাছে এ্যাড. নুরুল ইসলাম, তিনি একজন নিঃস্বার্থবান এবং ত্যাগী জন নেতা হিসেবে পরিচিত।
তাকে নিয়ে সুনামগঞ্জ সদর  উপজেলার মানুষ স্বপ্ন দেখেন,৯০% মানুষ মনে করেন। এ্যাড. নুরুল ইসলাম নুরুল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে এমপি’ নির্বাচিত হলে সরকারি সকল বরাদ্দ সাধারণ মানুষের মাঝে সুষম বন্টন নিশ্চিত হবে। সুশাসন বৃদ্ধিপাবে।
উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই সুনামগঞ্জ সদর উপজেলা সহ বিশ্বম্ভরপুর উপজেলার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির।
স্থানীয়দের মতে নুরুল ইসলাম নুরুলকে এমপি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসনে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট  উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। উন্নয়নের জোয়ারে ভাসবে সুনামগঞ্জ সদর উপজেবাসী।
সুনামগঞ্জ ৪- (আসনে)আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়া প্রসঙ্গে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন,আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শে বিশ্বস্ত সৈনিক,
আমি বাংলাদেশের মজলুম এক অবিসংবাদিত মহীয়সী নারী,আপোষহীন দেশনেত্রী “বেগম খালেদা জিয়ার আদর্শের একজন সৈনিক। দেশ নেত্রী খালেদা জিয়া, যিঁনি এত জেল- জুলুম, মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ, কটুক্তি, হয়রানী সহ্য করে; জীবন- মৃত্যুর সন্ধিক্ষণেও দেশের মানুষ কে ছেড়ে যাননি।
মাটি ও মানুষের শ্রদ্ধা আর অমলীন ভালোবাসায় সিক্ত তিনি। কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ্ নেত্রীকে নেক হায়াত বাড়িয়ে দিন। আ-মীন শ্রদ্ধা হে মহীয়সী জননী। ৩ বারের (সাবেক)প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে চাই। সুনামগঞ্জ ৪- আসনের আমার প্রিয় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। সকল মানুষের অনেক দিনের স্বপ্ন, আশা ও আকাঙ্খা পূরণ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com