চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
আজ ১ নভেম্বর (বুধবার ) প্রতি বছরের মত
সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।
দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর ) সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ হলরুমে যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এম পি, বিশেষ অতিথি সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন,সীতাকুণ্ড যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী জাহাঙ্গীর, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply