সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাযা নামাজের প্রায় ১০ মিনিট পূর্বে মারা গেছেন স্বামী। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে মর্মান্তিক ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্তের ঘটনাটি ঘটে। মরহুমদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মৃত্যুবরণ করেন পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামের জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)।
রোবার সকালে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন পরিবার ও এলাকাবাসী। স্ত্রীর জানাযার নামাজের ঘন্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমসিদ আলী।
তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসা গ্রহণ শেষে হাওয়ারুন নেছার জানাযার নামাজের পূর্বেই তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু বিধিবাম, স্ত্রীর মৃত্যুও শোক যেনোও তিনি সইতে পারেন নি। তাই জমসিদ আলী নিজ মুখেই সন্তানদের বলেন, তোমাদের মায়ের সাথে আমাকেও দাফন করও। যেই বলা, সেই কাজ যেনো বাস্তবে রূপ নিল। স্ত্রীর জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহুর্তেই (১০-১৫ মিনিট) পর মৃত্যুবরণ করেন জমসিদ আলী (১০৫)।
এদিকে হাওয়ারুন নেছার জানাযার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও, জমসিদ আলীর জানাযার নামাজ আজ (২ ফেব্রুয়ারী রবিবার) বাদ আসর অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে। মৃত্যুর পূর্বে ওই দম্পত্তি ৬ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী’সহ অসংখ্য আত্মীয়-সজন রেখে গেছেন।
Leave a Reply