সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্য সেবায় সুযোগ নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল ২০২৫) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা, ডেভলেপমেন্ট সোসাইটির ও বিক্রমপুর চিত্রের যৌথ আয়োজনে এ স্বাস্থ্য সেবায় সুযোগ নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও ফ্রি প্রেস আনলিমিটেডর সহযোগিতায় এ স্বাস্থ্য সেবায় সুযোগ নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডেভলপমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক সৈয়দ রোকনউদ্দিন।
এতে সাংবাদিক সহ জন সাধারণ অংশ গ্রহন করেন। সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা পাওয়া ক্ষেত্রে নাগরিকের অংশগ্রহন বিষয়ক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন,সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার এবং প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে.এম. তারিকুল ইসলাম,বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম.ও ডা.তাইফুল হক, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুমন মিয়া, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামাল মিয়া।
আরো উপস্থিত ছিলেন, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা কমিটির প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম, প্রোগ্রাম অর্গানাইজার মো. নাজমুল হোসেন,সদস্য মো. হালিম শেখ, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ সামিরা হালিম, ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম কর্মকর্তা আসফিয়া আজমি চৌধুরী, মনিটরিং কর্মকর্তা তামান্না হান্নান, বিক্রমপুর চিত্রের কম্পিউটার অপারেটর কবিতা আফরোজ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির হোসেন,মেহেদী হাসান সুমন, মো.মোস্তফা, আরিফুর রহমান, ফরহাদ হোসেন জনি, হাবিব হাসান প্রমুখ।
Leave a Reply