1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে- কৃষিমন্ত্রী - দৈনিক আমার সময়

সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে- কৃষিমন্ত্রী

আল আমিন হোসেন, রাজশাহী
    প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪

কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, সেকারণে দাম বাড়বে। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

 

শুক্রবার (১৭ মে) বেলা বারটার দিকে রাজশাহীর গোদাগাড়ীর করমপুর গ্রামে আমের বাগান পরিদর্শন ও আমচাষি সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

 

তিনি আরো বলেন, আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশী পার্থক্য না হয় সেব্যাপারে খেয়াল রাখতে হবে। মন্ত্রী বলেন, রাশিয়া, বেলারুল, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করছি বেশী পরিমাণ আম রপ্তানির।

 

কৃষিমন্ত্রী জানান, আম রপ্তানীর জন্য ২৫০ থেকে ৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্লান্ট করা হচ্ছে। এর আগে মন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুল এর ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফারমিং, ভার্মি কম্পোস্ট, বাসতবাড়ি বাগান ও কৃষি ক্ষেত পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com