বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক মন্ত্রী-এমপিকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুরের আনিসুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় মন্ত্রী-এমপিসহ ২৩৮ জনের নামে একটি মামলা করা হয়েছে।
আসামি হওয়া সাবেক মন্ত্রী-এমপি হলেন, সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক এমপি শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি মইন উদ্দিন মইন, শাজাহান আলম সাজু, জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক এমপি এ কে একরামুজ্জামান, বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। মামলায় সাবেক মন্ত্রী-এমপিরা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের পতনে একদফা আন্দোলনের ডাক দিলে ৪ আগস্ট ছাত্র জনতা মিছিল নিয়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড মোড় থেকে শহরের দিকে যাচ্ছিল। এ সময় আসামিদের প্রত্যক্ষ প্ররোচনা ও হুকুমে অন্যান্য এজাহারনামীয় আসামিরা ওই মিছিল প্রতিহত করার উদ্দেশ্যে দা, হকিস্টিক, লোহার রড, ককটেল, হাত বোমা ও আগ্নেয়াস্ত্রাদিতে সু-সজ্জিত হয়ে চতুর্দিক ঘেরাও করে অসংখ্য নিরীহ শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে হামলা করে আহত করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply