কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়ায় সরকারি জমি দখল করে পাকা বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, টেকনাফ উপজেলার সাবরাং করাচি পাড়া গ্রামের মোহাম্মদ উল্লাহ, হাজেরা খাতুন, আছারবনিয়ার আমান উল্লাহ সরকারি খাস জমি দখল করে সেখানে পাকা বসতবাড়ি নির্মাণকাজ শুরু করেন।
এ বিষয়ে আগে স্টাম্প মুলে ক্রয় করা সেলিনা নামে এক নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী,টেকনাফ মডেল থানার পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি পরিমাপ করে সরকারি জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এ সময় সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ বন্ধ করতে আমান উল্লাহ, মোহাম্মদ উল্লাহ, রোহিঙ্গা হাজেরা খাতুনকে নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সরকারি জমি থেকে এ অবৈধভাবে বাড়ি নির্মান ও স্থাপনা অপসারণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সরকারি খাস জমিতে অবৈধভাবে বাড়ি নির্মানকারী আমান উল্লাহ সাথে মোবাইলে বক্তব্য নিতে চাইলে মোবাইল রিসিভ করেনি।
গেল ২৭ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫ ঘটিকায় সরেজমিনে টেকনাফ সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) এরফানুল হক চৌধুরী গিয়ে জবর দখলকারীদের ভবন নির্মাণ না করার আদেশ প্রদান করেন।
তিনি আরো জানান, আদেশ অমান্য করা হলে জবরদখল কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, সরকারি জমি জবরদখল কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply