1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাপাহারে ৩ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ! বাম্পার ফলনের সম্ভাবনা - দৈনিক আমার সময়

সাপাহারে ৩ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ! বাম্পার ফলনের সম্ভাবনা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: 
    প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

কৃষি প্রধান দেশ আমাদের এ সবুজ শ্যামল বাংলাদেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের উৎপাদন হয় আমাদের এ দেশে। চলতি মৌসুম চলছে গম চাষের। আর এরই ধারাবাহিকতায় শস্যভাণ্ডার খ্যাত নওগাঁর সাপাহারে এই মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন গমচাষীরা।

 

অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি বলেন, চলতি মৌসুমে সাপাহার উপজেলার বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হচ্ছে। ব্যাপক ফলন সহ ভালো দামের আশাবাদ ব্যক্ত  করেছেন এলাকার গমচাষীরা।

 

তিনি আরোও বলেন, বর্তমান সময়ে গমের ব্লাষ্ট রোগের সম্ভাবনা থাকলেও নাটিভো,থিওভিট,প্রভেক্স ইত্যাদি দ্বারা গমের বীজ শোধন করা হচ্ছে।  যার ফলে এই ধরণের রোগ গমকে আক্রমন করতে পারবেনা।

 

আর এই কারনে এটির উপর ভিত্তি করে চলতি মৌসুমে গমের বাম্পার ফলনের আশা করছেন এলাকার কৃষক মহল ।চলতি বছরে প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৪ মেট্রিকটন গমের ফলন হতে পারে বলে জানিয়েছেন সাপাহার উপজেলা কৃষি অধিদফতর।

 

এ ব্যাপারে উপজেলার অনেক গমচাষীদের সাথে কথা হলে তারা জানান, ‘চলতি মৌসুমে উপজেলা কৃষি অধিদফতরের বিভিন্ন সহযোগীতা ও পরামর্শের ফলে গমের রোগ বালাই নাই বললেই চলে। যাতে করে আমরা  এ বছর প্রতি বিঘায় ১৫  থেকে ১৭ মন গম পাব বলে আশা করছি’।

 

মাটির অনুকূলতার কারনে এই উপজেলায় প্রায় সব ধরণের ফসল উৎপাদন হয়। যার ফলে সারদেশের উত্তরাঞ্চলের এই জেলা শস্যভাণ্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছে।

 

সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে এই বছর উপজেলার প্রত্যেক অঞ্চলে গমের বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার গম চাষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com