শিয়াল মারার জন্য ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে এক মাদক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আকরাম গাজীর সবজি খেত থেকে সোমবার (২১ জুলাই ‘২৫) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইয়াকুব আলীর গাজীর ছেলে ইকবাল গাজী (৩৯)।
শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে আকরাম গাজী জানান, শিয়াল ও চোরের উপদ্রব থেকে বাঁচতে তিনি সবজি খেতে বৈদ্যুতিক তার টানিয়ে রাখেন। স্থানীয় ইয়াকুব আলী গাজীর ছেলে মাদক ব্যবসায়ি ইকবাল গাজী (৩৯) ওই তারে জড়িয়ে মরে পড়ে আছে মর্মে জানতে পেরে তিনি পুলিশে খবর দেন। একপর্যায়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ইয়াকুবের বিরুদ্ধে শ্যামনগর থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
গোবিন্দপুর গ্রামের আব্দুল আলীম ওরফে কারেন্ট আলীম জানান, তার ভাই ইয়াকুব গাজীকে রবিবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে ভাই আকরাম গাজীর সবজি খেতে টানিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছে মর্মে জমির মালিক রবিবার রাতে থানায় যেয়ে অবহিত করে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই লাশ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের শরীরের বাম পায়ের রগ কাটা ছিল। তার ভাইকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় বিএনপি নেতা মফিজুল ঢালী বলেন, আকরাম গাজী গত ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিছুজ্জামানের ভাই। ইকবালকে খুন করার হয়েছে মর্মে দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, একটি রাজনৈতিক দলের কতিপয় নেতা বিশেষ সুবিধার বিনিময়ে আকরাম গাজীকে হত্যা মামলা থেকে বাঁচানোর চেষ্টা করছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক তারে জড়িয়ে ইকবাল গাজীর মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইকবালের লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২২ জুলাই ‘২৫) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply