নিত্য পণ্যের বাজার বাড়তে থাকায় নাজেহাল সাধারণ মানুষ, বাজারে গিয়ে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে, লাগাম টেনে ধরতে আলু, পেঁয়াজ ও ডিম নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, এবং পেঁয়াজ প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দেয় ।
ঘোষণার পর থেকে বাজারে এই দাম কার্যকর করার কথা থাকলেও শুক্রবার কুষ্টিয়ার বাজারে সরকারের নির্দেশনা অমান্য করে বেশি দামে বিক্রি হচ্ছে আলু ও পেয়াজ, কিন্তু ডিমের দাম স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ক্রেতারা।
শুক্রবার সকালে কুষ্টিয়ার পৌর বাজারে ঘুরে দেখা যায় আলু প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, ডিমের বাজার একটু ভিন্ন রয়েছে কুষ্টিয়াতে, সরকার নির্ধারিত ১২ টাকার কিছুটা কমেই কুষ্টিয়াতে পাওয়া যাচ্ছে ডিম। সপ্তাহখানেক আগে থেকেই ডিম বিক্রি হচ্ছে ১১ টাকা ২৫ পয়সা পিস।
সরকারের বেধে দেওয়া দামে পণ্য বিক্রি হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে বিক্রেতাগণের অজুহাতের শেষ নেই। কিছু বিক্রেতারা জানিয়েছেন তারা সরকারের নির্দেশনা সম্পর্কে অবগত নন, আবার কিছু বিক্রেতারা জানিয়েছেন তারা বাড়তি দামে মোকাম থেকে ক্রয় করছেন, তবে অধিকাংশরাই বলছেন সরকারের নির্দেশনা কার্যকর হতে কিছুটা সময় লাগবে, তাছাড়াও তারা জানিয়েছেন বাজারের দাম কমাতে হলে আগে মোকাম এবং পাইকারিদের দাম কমাতে হবে তাহলে আমরা দাম কমাতে পারবো।
কুষ্টিয়া পৌরবাজারের একাধিক বিক্রেতা জানিয়েছেন, সরকারের নির্ধারিত আলু বিক্রির দাম রয়েছে ৩৬ টাকা, কিন্তু আমরা মহাজনের থেকে কিনে এনেছি ৪২ টাকা কেজি, তাই আমরা ৪৫ টাকা কেজি আলু বিক্রি করছি।
কুষ্টিয়া পৌরবাজার ছাড়াও বড়বাজার, সাদ্দাম বাজার ও মিল বাজার ঘুরে একই চিত্র দেখা যায়, কোথাও সরকার নির্ধারিত মূল্যে কোন পণ্য কিনতে পারছে না ক্রেতা।
সাধারণ ক্রেতারা জানিয়েছেন বৃহস্পতিবার সরকারের ঘোষণা অনুযায়ী তিনটি পণ্যের দাম কমার কথা শুনে আমরা কিছুটা আনন্দিত হই, এবং বাজারে স্বস্তি আসবে বলে আশা করেছিলাম, কিন্তু শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখি আগের দাম ও বর্তমান দাম সব পণ্যের দাম একই রয়েছে, সকল ক্রেতারাই জানিয়েছেন সরকারের নির্ধারিত মূল্য দ্রুত কার্যকর করতে বাজার মনিটরিং কমিটির সহ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কুষ্টিয়া বাজার মনিটরিং কমিটির সদস্য মোকারম হোসেন মোয়াজ্জেম জানিয়েছেন শুক্রবার সকাল থেকে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে, দ্রুত সরকারের নির্ধারিত দাম কার্যকর করতে বাজার মনিটরিং কমিটি কাজ করে যাচ্ছে। নতুন দামে বিক্রি না হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন বাজারে অনেক বিক্রেতারাই বলছেন তারা সরকারের ঘোষণা সম্পর্কে অবহিত নন, এবং মোকাম থেকে তারা বেশি দামে কিনে আনছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন আমরা বাজার এবং মোকামগুলোতে মনিটরিং করছি, তারপরেও যদি নির্ধারিত দামে বিক্রি না করেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
Leave a Reply