কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র ১নং যুগ্ন আহবায়ক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন,”আগে ওয়াজমাহফিলসহ নানা অনুষ্ঠান করতে পদে পদে অনুমতির প্রয়োজন হতো। এখন আলেমসমাজ তাঁদের ধর্মীয় আচার অনুষ্ঠান বিনা বাঁধায় করতে পারে। এই জালেম সরকার সকল ধর্মের মানুষের সাথে প্রতারণা করেছে। এখন সব ধর্মের লোকেরাই নিরাপদ।”
তিনি আরও বলেন, “ রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুণ্ঠন, প্রায় প্রকাশ্যে লুট করা হয়েছে দেশের সম্পদ, পাচার করা হচ্ছে বিদেশ। আল্লাহ আমাদের এই দুঃশাসন, এই অপশাসন, এই নিপীড়ন, এই জুলুম থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এই দেশটা শান্তিপূর্ণ হোক, এদেশের মানুষ সুখে থাকুক, সারা দুনিয়ার মানুষ থাকুক, বিশেষ করে সারা দুনিয়ার মুসলমানরা যেখানে কষ্ট করছে, তাদের কষ্ট দূর হোক, আমরা আজকের রাতে এই প্রার্থনা করি।”
পবিত্র শবেবরাত উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলা ওলামাদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলের দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটরিয়ামে শ্রীপুর উপজেলা ও পৌর ওলামাদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রূহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেজা জিয়া রোগমুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
শ্রীপুর উপজেলা ওলামাদলের সভাপতি মোখলেছ উদ্দিন কফিল সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা ওলামাদলের আহবায়ক ক্বারী সিরাজুল ইসলাম, সদস্য সচিব হাফেজ ক্বারী ইব্রাহিম, যুগ্ন-সাধারণ সম্পাদক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মাওলানা মো: কবির হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, আব্দুল জলিল, হাফেজ আতাউর রহমান ইলিম ও আরিফুল ইসলাম, বিএনপি নেতা লুৎফর রহমান আকন্দ প্রমুখ।
Leave a Reply