1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
সবার সম্মিলিত প্রচেষ্টায় বালিয়াকান্দিতে উৎসবমুখর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক আমার সময়

সবার সম্মিলিত প্রচেষ্টায় বালিয়াকান্দিতে উৎসবমুখর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

আইনশৃঙ্খলা বাহিনী ও বালিয়াকান্দির উপজেলাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় উপজেলাটিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন। এবছর রাজবাড়ী জেলার এই উপজেলাটির ১৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার (এসপি) মোছা. শামিমা পারভীনের নির্দেশনা অনুযায়ী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই মণ্ডপগুলোতে পুলিশ নিরাপত্তা দেওয়া শুরু করে। যা প্রতিমা বিসর্জন পর্যন্ত অব্যাহত ছিল। এসময় গুলোতে রাতদিন ২৪ ঘণ্টা তৎপর ছিল পুলিশ।
ওসি জামাল উদ্দিন জানান, বালিয়াকান্দি উপজেলার ১৪৭ পূজামণ্ডপের মধ্যে শতাধিক পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি তিনি নিজে গিয়ে পরিদর্শন করেছেন। সেইসাথে সবগুলো পূজা উদযাপন কমিটির সঙ্গে বালিয়াকান্দি থানা পুলিশ নিয়মিত যোগাযোগ রেখেছেন।
পূজার নিরাপত্তায় মণ্ডপের ভলিন্টিয়াররাও সক্রিয়ভাবে কাজ করেছে জানিয়ে তাদের ধন্যবাদ জানান বালিয়াকান্দি থানার ওসি।
বালিয়াকান্দি উপজেলার পূজা আয়োজক কমিটির একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন, এ বছর দুর্গাপূজা ঘিরে জনমনে শঙ্কা বিরাজ করলেও প্রশাসনিক তৎপরতার কারণে সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ জন্য বালিয়াকান্দি থানা পুলিশকে ধন্যবাদও দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com