1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীমঙ্গলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - দৈনিক আমার সময়

শ্রীমঙ্গলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে শ্রীমঙ্গল পৌরসভার  বিভিন্ন সড়কে  ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু’র নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

পৌর এলাকার ভানুগাছ সড়ক, স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক সহ বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও সড়কের পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে যেসব স্থাপনা  গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা মেয়র মহোদয়ের নির্দেশে বারবার অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছি ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা না করার জন্য। তিনি বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করি পর্যটকসহ সাধারণ মানুষ যেন নির্দ্বিধায় চলাফেরা করতে পারে। তবে কিছু ব্যবসায়ী আছে তারা নিষেধ অমান্য করে বারবার ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা করেন। তিনি আরো বলেন, পুনরায় যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com