আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে পূবালী ব্যাংক পিএলসির ২০৯ তম উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে জৈনা বাজার নয়েছ টাওয়ারে এ উপশাখার উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বিল্লাল হোসেন সেলিম, জৈনা শাখার ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, গাজীপুর ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান নয়েছ, আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: ফারুক হোসেন,শ্রীপুর ব্যবসায়ী শেখ শরিফ হোসেন, কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ জৈনা বাজারের ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের গাজীপুর আঞ্চললের উপ মহা ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান বলেন,’পূবালী ব্যাংক লিমিটেড অতি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং জৈনাবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক এ উপশাখা উদ্বোধন করা হয়েছে। সকলের সহযোগিতা কামনা করি।
Leave a Reply