শ্রীনগরে চোর, ছিন্তাই,মাদক ব্যাবসায়ীও খুনীদের আশ্রয় হবেনা সাতগাওয়ের মাটিতে এমন স্লাোগানে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাতগাঁও একতা সংঘ ও সর্বস্তরের জনগনের ব্যানারে উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসষ্টান্ডে এ মানব বন্ধ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন – বীরতারা ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক ইসরাফিল আলম,সিঃ যুগ্ম সম্পাদক মোঃ রহিম, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিন শেখ, সাতগাঁও একতা সংঘের সভাপতি মিঠুন খান, সম্পাদক মামুন, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম, কোষাধ্যক্ষ শাকিল,মান্নান মাদবর, ইউনুছ শেখ, মোশারফ শেখ সহ স্থানীয় কয়েক শতাধিক নারী ও পুরুষ।
এসময় বক্তারা বলেন আমাদের গ্রামে কোন মাদক, ছিনতাইকারী ও খুনীদের ঠাই নাই হবেনা,তারা আরও বলেন গত কয়েকদিন আগে সিরাজ দিখান উপজেলার কোলাইউনিয়নের অটোচালক নিখোঁজ রোমানের অটো পাওয়া জায় সাতগাঁও গ্রামের ছায়েদ ফকিরের বাড়িতে আমরা ওই অটোচালক নিখোজের ঘটনায় জরিতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই।
Leave a Reply