1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত - দৈনিক আমার সময়

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা :
    প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
“প্লাষ্টিক দুষণ আর নয়, এখনি বন্ধ করার সময়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পরিবেশ দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে শ্যামনগর উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ম্যানগ্রোভ সুন্দরবন সহ অন্যান্য প্রতিষ্ঠানকে প্লাষ্টিক ও পলিথিন মুক্ত রাখতে সকলকে আহব্বান জানান। তিনি শ্যামনগররের প্রাণকেন্দ্র অবস্থিত যমুনা খালকে দুষণ মুক্ত রাখার বিষয়েও বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। শ্যামনগর এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী আল ইমরানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির, শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন প্রমুখ।
আলোচনাসভা শেষে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন সহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়কে প্লাষ্টিক বোতল মুক্ত করার জন্য গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সিডিওর পক্ষ থেকে কাঁচের বোতল বেশ কয়েকটি অতিথিবৃন্দের মাধ্যমে প্রদান করা হয়। একই সাথে রুপান্তর এনজিও কর্তৃক প্লাষ্টিক ও পলিথিন ব্যাগ মুক্ত করতে ব্যবসায়ীদেরকে কয়েক হাজার চটের ব্যাগ প্রদান করা হয়।
সভায় উপস্থিত সকলে শ্যামনগর উপজেলায় প্লাষ্টিক ও পলিথিন ব্যাবহার কমানোর ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখবেন বলে মতপ্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com