1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর  মাঝে ৭২টি বকনা গরু বিতরণ - দৈনিক আমার সময়

শ্যামনগরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর  মাঝে ৭২টি বকনা গরু বিতরণ

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৫ এপ্রিল)সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে সুফলভোগী ৭২টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ২০২৪-২৫ অর্থবছরে  সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প(২য় সংশোধিত) এর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে এ বকনা গরু বিতরণ করা হয়।

গরু বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসের জেলা ট্রেনিং অফিসার ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ বিষ্ণু পদ বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত বিশ^াস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জসীম শেখ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি তারাপদ মুন্ডা প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সুত্রে প্রকাশ, বিতরণকৃত বকনা গরু প্রাপ্তদের মধ্যে ৪৭ জন নারী ও ২৫ জন পুরুষ ছিলেন। ইউনিয়ন অনুযায়ী বিতরণকৃত বকনা গরু প্রাপ্ত পরিবার সংখ্যা হল শ্যামনগরে ১৫টি, কৈখালী ৪টি, রমজাননগর ১৭টি, মুন্সিগঞ্জ ১৩টি, ঈশ^রীপুর ৬টি, বুড়িগোয়ালিনী ৯টি, আটুলিয়া ১টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ৫টি সহ মোট ৭২টি।

জানা যায়, বকনা গরু প্রাপ্ত প্রতিটি পরিবার ৫ হাজার টাকার পরিমান বকনা গরুটি রাখার ঘর তৈরী বাবদ উপকরণ সহায়তা পাবেন।
গরু প্রাপ্ত রিনা রানী বলেন এটি তাদের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com