শেরপুরের নালিতাবাড়ী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউরার সীমান্তবর্তী গারো পাহাড়ী এলাকায় বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই জিরা,চিনি,ও ফেনসিডিল আটক করেছে বিজিবি।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালের দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সানবির হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত চোরাই পণ্যের মূল্য ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকা।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা, মঙ্গলবার বান্দরকাটার বেলতলী থেকে ২ টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি, এবং রামচন্দ্রকোনার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। চোরাকারবারিগণ এসব অবৈধ পণ্য পাচারের সময় টের পেয়ে অভিনব কায়দাই পালিয়ে যায়।
Leave a Reply