আসন্ন শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের ব্যতিক্রমী উদ্যোগ। ময়মনসিংহ কোতোয়ালী সদর থানা এলাকায় ১২৫ টি পূজা মন্ডবের নিয়োজিত স্বেচ্ছাসেবকদের (প্রতিটিতে ৫ জন) মাঝে স্বেচ্ছাসেবকদের পোশাক এবং আইনশৃংখলা নিরাপত্তার ও কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতার জন্য ৯৯৯ ও বিট অফিসার সহ থানা পুলিশের নাম্বার সংযুক্ত ব্যানার বিরতণ করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)। এছাড়াও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং সবাইকে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের পরামর্শ দেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা স্যারের নির্দেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের টিম কাজ করবে। আজকে নগরীর ১২৫ টি পূজা মন্ডবের নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাঝে পোশাক এবং আইনশৃংখলা নিরাপত্তার ও কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতার জন্য ৯৯৯ ও বিট অফিসার সহ থানা পুলিশের নাম্বার সংযুক্ত ব্যানার বিতরণ করা হয়।
Leave a Reply