মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে রবিবার (১ জুন) বাদে আসর বায়তুল ফোরকান এতিমখানায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং ২৪ এর জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে নেতৃবৃন্দ গরিব অসহায় ও এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, সাবেক কোষাধ্যক্ষ মো. হাসান, আব্দুল্লাহ আল মামুন, জামালখান ওয়ার্ড় যুবদল নেতা ওমর ফারুক, এনায়েত বাজার ওয়ার্ড় যুবদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফরহাদ জেকী, পাথরঘাটা ওয়ার্ড় যুবদল নেতা জাহাঙ্গীর আলম, এনায়েত বাজার ওয়ার্ড় যুবদল নেতা মো. আলাউদ্দিন, শাহাদাত হোসেন আবুল, মো. সাজ্জাদ, কোতোয়ালি থানা সেচ্ছাসেবকদল নেতা মো. সফিক প্রমুখ।
Leave a Reply