প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মদ। নবাগত জেলা প্রশাসক যোগদানের পূর্বেই অতিসম্প্রতি বেশ কয়েকটি সাম্প্রদায়িক ঘটনা ঘটে শরীয়তপুরে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাড়ির মন্দিরের প্রতিমা ভাংচুর, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মন্টু দাসের বাড়ির মন্দিরের প্রতিমা ভাংচুর, মহিষারের ঐতিহ্যবাহী দিগম্বরী মন্দিরের দান বক্সের টাকা চুরির মতো ঘটনা ঘটে, তারই পরিপেক্ষিতে উপজেলা সামাজিক- সম্প্রতি সভার আয়োজন করেন ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ঢ়াড়ী, শরীয়তপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি হরলাল মৈশাল, সাধারন সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, ভেদরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কুশল দাস, ভেদরগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম, উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসন বলেন অতিসম্প্রতি ঘটে যাওয়া ঘটনা গুলির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে আমরা কাউকেই ছাড় দিবো না সে যেই ধর্মের লোকই হোক,শরীয়তপুরকে আমরা অসাম্প্রদায়িক জেলা হিসাবে দেখতে চাই। পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম বলেন শরীয়তপুরে কেউ সাম্প্রতিক সম্প্রতি বিনষ্ট করতে চাইলে সেটা কঠোর হাতে দমন করা হবে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ কোনো মতেই সাম্প্রদায়িক হতে হতে দেওয়া যাবেনা। উভয় সম্প্রদায়ের বক্তারা সাম্প্রতিক সম্প্রতি বিনষ্ট যেন কেউ করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান।
Leave a Reply