বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয় কোর্ট চত্বরে। পরে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু ও জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর নেতৃত্বে মিছিল নিয়ে পাকার মাথা নামক স্থানে অবস্থান করেন। এর পরে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে পাকার মাথা কোর্ট এলাকা হয়ে র্যালি নিয়ে অনুষ্ঠানস্থল পৌরসভা অডিটোরিয়ামে পৌঁছায়।
মিছিল শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনাসভায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু’র সঞ্চালনায়, উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ আব্দুস ছালাম, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি, সদর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ইদ্রিস মোল্লা, সহ-সভাপতি নাসির উদ্দীন ঢালী, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মহসিন হাওলাদার, যুবদল নেতা জয়নাল হাওলাদার, রিপন মাঝি, আফজাল হোসেন, ছাত্রদল নেতা পারভেজ খান, জিয়া মোলা, সেলিম বেপারী, ইলোরা হাওলাদার,সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদলসহ হাজার হাজার নেতাকর্মী বিপ্লব ও সংহতি দিবসে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী,সহ অনেকে।
এসময় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন বলেন, ১৯৭৫ সালে দেশে যখন ক্রান্তিকাল সময় তখন ৭ ই নভেম্বর সিপাহী জনতা গণ বিপ্লব ঘটিয়ে বহু দলীয় রাজনীতির প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জোর করে ক্ষমতায় বসায়। বিএনপি বারবারই দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করে চলেছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস দূর্নীতি বন্ধ করে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করবো ইনশাল্লাহ।
Leave a Reply