1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
শরীয়তপুরে ইয়াবা ট্যাবলয়েটসহ ২ মাদক ব্যবসায়ী আটক  - দৈনিক আমার সময়

শরীয়তপুরে ইয়াবা ট্যাবলয়েটসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

মো. ফারুক হোসেন, জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা জমাদদার স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলয়েটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর জেলার শিবচর থানার অখিল উদ্দিন মুন্সী কান্দি এলাকার মৃত আবুল কালাম হাওলাদারের ছেলে মো. ইমরান (৩৪) ও একই এলাকার হাজী আব্দুল খালেক মৃধার ছেলে মো. পলাশ (৩২)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com