1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
'লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ' গানে মুখরিত ময়মনসিংহ - দৈনিক আমার সময়

‘লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ’ গানে মুখরিত ময়মনসিংহ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

 

‘লাখো তরুণের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ’ গানে মুখরিত হয় বৃহস্পতিবারের ময়মনসিংহ নগরী।

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এ দিন সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সুসজ্জিত ট্রাকে সঙ্গীতশিল্পীরা ময়মনসিংহ সদর উপজেলা থেকে সঙ্গীত পরিবেশন শুরু করে দুপুরে জেলা পরিষদের সামনে এসে পৌঁছায়। এসময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিভাগীয় নগরীতে সঙ্গীতানুষ্ঠান উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, ভ্রাম্যমাণ এ সঙ্গীতানুষ্ঠান ময়মনসিংহের মানুষের মাঝে তারুণ্যের জয়গান পৌঁছে দিচ্ছে। শিল্পীরা তাদের গানে নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজের ত্যাগ-তিতিক্ষা ও স্বপ্নের কথা তুলে ধরছেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, সহকারী তথ্য অফিসার রুকুনুজ্জামানসহ সকল কর্মকর্তা-কর্মচারী উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এরপর জেলা প্রশাসন কমপ্লেক্স হয়ে ভ্রাম্যমাণ লাল-সবুজ ট্রাকে সঙ্গীতদল নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, কাঁচিঝুলি মোড়, ব্রিজ মোড়, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, খাগডহর, রহমতপুর বাইপাস, ত্রিশাল বাসস্ট্যান্ড, ঢাকা বাইপাস, দীঘারকান্দাসহ নগরীর বিভিন্ন জনবহুল স্থানে দিনব্যাপী তারুণ্যের গান পরিবেশনকালে জনমনে ব্যাপক উদ্দীপনা সঞ্চার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com