লক্ষ্মীপুর জেলায় গতকাল বুধবার (১২ মার্চ) ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর নাহার বেগম নামে (৬৫) এক নারী নিহত হয়েছে।
মৃত নুর নাহার বেগম কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার সেলিম মিয়ার স্ত্রী।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা চরলেরন্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র, সকালে বাড়ি থেকে নুর নাহার বেগম অটোরিকশা করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি চরলরেন্স এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নুর নাহার বেগম নিহত হয়েছে।
Leave a Reply