1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুর সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুর সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব

নাজমুল হোসেন 
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
লক্ষ্মীপুর সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব চলছে। কলেজের চতুর্দিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন ঝুনিক পিঠা কেউ আবার মিষ্টি-কুমড়ো নানান রকমের পিঠা। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং হাসিমুখ পুরো কলেজ পিঠা উৎসবকে সফল করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ২২টি স্টল নিয়ে শুরু হয়েছে পিঠা উৎসব।

আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

সকালে শিক্ষকদের নিয়ে পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান।

পরিদর্শন কালে লক্ষ্মীপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ মঞ্জুরুর রহমান বলেন, পিঠা উৎসবে ২২টি স্টল রয়েছে। প্রতিটি স্টল ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পরিচালিত। পিঠা উৎসব এক সময় গ্রামীণ ঐতিহ্যের অংশ ছিল। বর্তমানে এ পিঠা উৎসব হারিয়ে যেতে বসেছে। তাই তরুণ প্রজন্মের সঙ্গে এ সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে এ আয়োজন। এখানে রয়েছে প্রায় প্রতিটি বিভাগের একটি করে স্টল। এতে করে এ কলেজের শিক্ষার্থীরা অনেক আনন্দিত। এ আনন্দ দেখা আমরাও শিক্ষকরাও অনেক আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com