1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুর জেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভানঅনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ মতবিনিময় সভা উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো: আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মো: জসিম উদ্দিন, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মেজবা উল আলম ভূঁইয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, বিআরটিএ সহকারি পরিচালক প্রকৌশলী মো: কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন, রাফি, জেলার সিএনজি, পিকআপ ও ড্রাম ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

 

এ সময় বক্তারা জেলার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের অবকাঠামো উন্নয়ন, সড়ক ব্যবস্থাপনায় দায়িত্বশীল অংশীজনদের মধ্যে সমন্বয়, পথচারী ও চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নেন।

 

এ ছাড়াও রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ড্রামট্রাক চলাচলের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণসহ লাইসেন্স, ফিটনেস এবং রোডপারমিট বিহীন সব ধরনের যানবাহনের কাগজপত্র ২৮ এপ্রিলের মধ্যে নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ।

 

২৮ ফেব্রুয়ারির পরে অবৈধ যানবাহনে বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে মর্মে মালিক সমিতির কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com