লক্ষ্মীপুর জেলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও সঞ্চয়পত্র বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন।
এ সময় ১৩ জন শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে, আহত এ-ক্যাটাগরির ১১ জনকে প্রত্যেককে ২ লাখ টাকা, বি-ক্যাটাগরির ২৯ জন প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।
Leave a Reply