1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
র‌্যাবের যৌথ অভিযানে কোটি টাকার সিগারেট ডাকাতি মামলার ডাকাত সর্দার গ্রেপ্তার - দৈনিক আমার সময়

র‌্যাবের যৌথ অভিযানে কোটি টাকার সিগারেট ডাকাতি মামলার ডাকাত সর্দার গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
বরিশালে কোটি টাকার সিগারেট ডাকাতি মামলার ডাকাত সর্দার মোঃ রিংকু মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১ সদস্যরা। ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৪ মার্চ ভোর রাতে ঢাকা মেট্রোপলিটনের খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযান চালিয়ে রিংকুকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানি এবং র‌্যাব-১ এর সদর কোম্পানির যৌথ একটি বিশেষ আভিযানিক দল। আটককৃত রিংকু (৩৩) বরিশালের মুলাদী উপজেলার লুৎফর রহমানের ছেলে। র‌্যাব জানায় গত বছরের ১৩ আগস্ট বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন প্রতাপপুর এলাকায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের গোডাউনে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে এবং হাত-পা ও চোখ বেধে গোডাউনের তালা ভাঙা হয়। পরে তৎকালীন ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার ৩১৭ টাকার প্রায় ১৫ লক্ষ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট লুট করা হয়। ঐ ঘটনায় কোম্পানির ওয়ারহাউসের ইনচার্জ মোঃ শফিকুল কাদের বাদী হয়ে বিএমপির এয়ারপোর্ট থানায় একটি ডাকাতি মামলা করেন। থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে তাতে রিংকুর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে আসামী গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আধিযাচন পত্র প্রেরণ করে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানি ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামী রিংকুর অবস্থান শনাক্ত করে। পরে র‌্যাব-১ এর সদর কোম্পানির সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রিংকু র‌্যাবের কাছে ডাকাতির ঘটনা স্বীকার করে জানিয়েছেন তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে অনেক জায়গায় ডাকাতি করতেন তারা। এছাড়া তার নামে ঢাকার কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে বিএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com