1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের রোটাবর্ষের ছষ্টতম সভায় দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ - দৈনিক আমার সময়

রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের রোটাবর্ষের ছষ্টতম সভায় দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

 

কমিউনিনিটি ও ইকোনমিক ডেভেলোপমেন্টের এই মাসে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আরো একবার দৃঢ় প্রত্যয়ে সেলাই মেশিন বিতরণের মধ্যে দিয়ে ক্লাবের প্রেসিডেন্ট রোটারীয়ান সাদমান সাঈকা সেফা ও সেক্রেটারী রোটারীয়ান মো: শামীম রেজার পরিচালনায় রেগুলার সভা সম্প্রতি অনুষ্ঠিত হলো নগরীর সি এম পি অফিসার্স ক্লাবে |

এরিস্টোক্রেটের রেগুলার সভাই অতিথি পাস্ট প্র্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউন, প্রফেসর ডাক্তার ওয়াজির আহমেদ , ডিরেক্টর ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ নেওনাটোলজি (সিএমওএসএইচ) ও এডিশনাল ডেপুটি কমিশনার (জেনেরাল) রাকিব হাসান এর অংশগ্রহণ সবাইকে করেছে অনুপ্রাণিত যার জন্যে ক্লাবের প্রেসিডেন্ট অথিতিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন |

পরবর্তীতে ক্লাবের সভায় সভাপতি রোটারীয়ান ফোরকান উদ্দীন ( জিএমএল চেয়ারম্যান ), রোটারীয়ান মিন্টু ইব্রাহিম ( অ্যাসিস্ট্যান্ট রোটারী পাবলিক ইমেজ কোঅর্ডিনেটর , জোন ১বি , (রোটারি ইন্টারন্যাশনাল) রেগুলার মিটিংএ অংশগ্রহনের জন্যে ধন্যবাদ গ্যাপন করেন |
সময়ের সাথে সাথে ক্লাবের বিভিন্ন অবদানের কথা তোলা ধরতে গিয়ে সিপি মোস্তফা আশরাফুল ইসলাম আলভীর ভুমিকা অনুষিকার্য ও তাঁর সামাজিক অবদান, মানবসম্পদ উন্নয়ন , সর্বোপরি রোটারিকে সর্ব্বস্তরে ছড়িয়ে দেয়ার জন্যে রোটারী ইন্টারন্যাশনাল ও পোলিও ইরাডিক্যাশন এর পক্ষ থেকে সিপি মোস্তফা আশরাফুল ইসলাম আলভীকে বিশেষ সম্মানাই ভূষিত করা হয় যা রোটারী ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের জন্য আন্তর্জাতিক সম্মাননা, তাঁর জন্য ক্লাবের সকলের পক্ষ থেকে সিপি মোস্তফা আশরাফুল ইসলাম আলভীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানানো হয় । এর পাশাপাশি, নতুন মেম্বারদের আনুষ্টানিকভাবে পরিচয় পর্বের পরে পিপি রোটারীয়ান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান রোটারী এবং রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশেষ প্রতিবেদন সবার সামনে তোলে ধরেন ।

অথিতি পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার ওয়াজির আহমেদ রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল মিশন ভিশন সম্পর্কে বলতে গিয়ে রোটারীর ধারাবাহিক কর্মকাণ্ড সবার সামনে অনবদ্দভাবে তোলে ধরেন এবং রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের ভূয়শী প্রশংসা করেন ও পরবর্তীতে ক্লাবের নতুন মেম্বারদের পিন পড়িয়ে দিয়ে নতুনদের রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটে স্বাগত জানান । অপরদিকে রাকিব হাসান রোটারী ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটকে স্কিল ও টেকসই মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখাই ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও রোটা বর্ষের প্রতিটি কার্য্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি বিভিন্ন প্রজেক্টের কথা বলতে গিয়ে বিশেষ করে সেলাই মেশিন প্রদান , লাইব্রেরী, স্যানিটেশন এবং ওয়াটার ফিল্টারেশন এট প্রবর্তক স্কুল এন্ড কলেজ, ক্যারিয়ার ফিয়েস্তা , ক্লাসিফিকেশন টক্ ও ক্লাবের কার্যক্রমকে তুলে ধরার জন্য রোটারীয়ান এম.শহীদুল ইসলাম ও রোটারীয়ান নোমান বিন জহির উদ্দীন প্রতি অনুরোধ জানান। পরবর্তীতে ক্লাবের সভাপতি রোটাবর্ষের বিশেষ প্রকল্প হোম ফর হোমলেস পিপল, লাইব্রেরী, স্যানিটেশন এবং ওয়াটার ফিল্টারেশন এট প্রবর্তক স্কুল এন্ড কলেজ আগামী ডিসেম্বর মাসে শেষ করার জন্য রোটারীয়ান এম.শহীদুল ইসলাম এর প্রতি অনুরোধ জানান ।

পরবর্তীতে ক্লাসিফিকেশন টক্ নিয়ে বলতে গিয়ে রোটারীয়ান নোমান বিন জহির উদ্দীন একজন রোটারীয়ান এর হাটি হাটি পা পা করে ওঠে আসার গল্প তোলা ধরেন যেটি ছিল এবারের রেগুলার মিটিং এর অনবদ্দ সৃষ্টি এবং ক্লাবের সভাপতি সকল মেম্বারদের ধারাবাহিকভাবে ক্লাসিফিকেশন টক্এ অংশগ্রহনের জন্যে অনুরোধ জানান ।

প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান এস.এম. মুহিবুর রহমান , আইপিপি রোটারীয়ান ডা: জয়নাল আবেদীন মুহুরী, সিপি রোটারীয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পিপি রোটারীয়ান এডভোকেট জুবাইর হোসেন শিবলু পিপি রোটারীয়ান মোহাম্মদ মিজানুর রহমান, পিপি রোটারীয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, রোটারীয়ান নাজমুল বিন আবেদীন, রোটারীয়ান নোমান বিন জহির উদ্দীন, রোটারীয়ান এম.শহীদুল ইসলাম, রোটারীয়ান সৈয়দ জালাল আহমেদ রোম্মান, রোটারীয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল আল আরাফাত, রোটারীয়ান ডাক্তার উপল চৌধুরী, রোটারীয়ান মোহাম্মদ হাসান,রোটারেক্টরস ও অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন।

পরিশেষে, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান এস.এম. মুহিবুর রহমান ও ক্লাবের সভাপতি সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com