1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রোটারিয়ানদের মানবিক মানুষ হতে হবে- বরিশালে রোটারী গভর্নর - দৈনিক আমার সময়

রোটারিয়ানদের মানবিক মানুষ হতে হবে- বরিশালে রোটারী গভর্নর

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
কবিতা পাঠ, আবৃত্তি ও জাতীয় সংগীত পরিবেশন দিয়ে শুরু হয়েছিলো রোটারী ক্লাব বাংলাদেশের বরিশাল বিভাগীয় জয়েন্ট ক্লাব এসেম্বলির সমাপনী পর্ব। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি হয়েছে শুক্রবার রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে। বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলের রোটারিয়ানদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রোটারী বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) আশরাফুজ্জামান নান্নু। সাথে ছিলেন তার সহধর্মিণী ফাস্ট লেডি ফারহানা পারভীন জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রোটারিয়ান মাহমুদুল হক খান মামুন। এতে সভাপতিত্ব করেন সিনিয়র রোটারিয়ান মোঃ আফতাব হোসেন। রেজিষ্ট্রেশন দায়িত্ব পালন করেন দেবদ্বিজ চ্যাটার্জী বাপ্পা। তিনি জানান, দিনব্যাপী আমাদের এই আয়োজনে বরিশাল বিভাগের প্রায় ১০০ জন রোটারিয়ান উপস্থিত ছিলেন। এতে সকাল থেকে বিভাগের ১১টি ক্লাব পরিদর্শন করেন ডিজি। সবশেষে সবাইকে নিয়ে এই জয়েন্ট ক্লাব এসেম্বলিতে মিলিত হন গভর্নর আশরাফুজ্জামান নান্নু। উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল সব পেশার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী একটি সেবামূলক মানবিক সংগঠন। উচ্চস্তরের মানদন্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন তিনি। প্রতিষ্ঠাকালীন সময়েই এ সংগঠনের সদস্যপদের জন্য সীমারেখা নির্দিষ্ট করে যান। একবিংশ শতকের শুরুতে বিশ্বের দুই শতাধিক দেশ ও ভৌগোলিক এলাকায় ১.২২ মিলিয়নেরও অধিক সদস্য রয়েছে। সবশেষে প্রধান অতিথি আশরাফুজ্জামান নান্নু তার বক্তব্যে প্রত্যেক রোটারিয়ানকে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণের আহবান জানান। এই প্রজেক্টে সকল রোটারিয়ানদের সহযোগিতার হাত প্রসারিত করার অনুরোধ জানান। এছাড়া দেশে বজ্রপাতে নিহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে ১ লক্ষ তাল গাছের চারা রোপনের ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com