লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন ইসলাম পাটওয়ারী বাড়ীর ঈদগা ময়দানে সোমবার বিকেলে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি’র আহবায়ক নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহবায়ক ছালেহ আহাম্মদ, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র এ বি এম জিলানী, উপজেলা, কৃষকদলের আহ্বায়ক কাউসার মোল্লা,সদস্য সচিব জিএম শামীম গাজী, আলমগীর হোসাইন সুপার, সুমন সওদাগর আরাফাত হোসেন রাছেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় আবুল খায়ের ভূঁইয়া বলেন, শেখ হাসিনা দেশ ধ্বংস করে পালিয়েছে,ধ্বংস দেশ মেরামতের যৌক্তিক সময়ের প্রয়োজন, তবে সেটা কতোদিন তা এই সরকার কে স্পষ্ট করতে হবে। এবং নির্বাচিত লোকদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
Leave a Reply