1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রামুর বিশিষ্ট দানবীর আলহাজ্ব ফজল কবির কোম্পানীর ২০ তম মৃত্যু বার্ষিকী আজ - দৈনিক আমার সময়

রামুর বিশিষ্ট দানবীর আলহাজ্ব ফজল কবির কোম্পানীর ২০ তম মৃত্যু বার্ষিকী আজ

আমানউল্লাহ আনোয়ার রামু কক্সবাজার 
    প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
আজ শুক্রবার (২৭ অক্টোবর) কক্সবাজারের রামু উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট দানবীর মরহুম আলহাজ্ব ফজল কবির কোম্পানীর ২০ তম মৃত্যুবার্ষিকী। রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর নিবাসী আলহাজ্ব ফজল কবির কোম্পানী ২০০৩ সালের এইদিনে ইন্তেকাল করেন।
মরহুম আলহাজ্ব ফজল কবির কোম্পানী রামুতে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনপদে শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি রামু আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, দারিয়ারদিঘী আলহাজ্ব ফজল আম্বিয়া সরকারি প্রাথমিক, দারিয়ার দীঘি থোয়াইংগা হাফেজ খানা ও এতিম খানা প্রতিষ্ঠতা , বিদ্যালয়, খুনিয়াপালং আলহাজ্ব ফজল আম্বিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা, আলহাজ্ব ফজল আম্বিয়া কেজি স্কুল এর প্রতিষ্ঠাতা।
তিনি রামুর সর্বোচ্চ বিদ্যাপীঠ রামু সরকারি কলেজ এর প্রতিষ্ঠাকালীন অন্যতম জমিদাতা এবং দাতা সদস্য ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনায় অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। অসহায় মানুষের কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল হক জানিয়েছেন, শিক্ষার প্রসারে আলহাজ্ব ফজল কবির কোম্পানীর অবদান অবিস্মরণীয়। রামুবাসী তাকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ২০ তম মৃত্যুবার্ষিকীর এই দিনে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
বরণ্যে এ দানবীর, শিক্ষানুরাগীকে যথাযথ মর্যাদায় স্মরণ করবে রামুবাসী। এ উপলক্ষে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার, ২৭ অক্টোবর বিদ্যালয়ের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া এ উপলক্ষ্যে স্মরণ সভারও আয়োজন করা হবে।
উল্লেখ্য রামুর সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ¦ সিরাজুল হক দানবীর মরহুম আলহাজ্ব ফজল কবির কোম্পানীর বড় ছেলে।
২৭,১০,২০২৩ইং। মোবাইল নং ০১৬৩২৪৫২৮৮৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com