1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজারহাটে রেল দূর্ঘটনায় নিহত-১ - দৈনিক আমার সময়

রাজারহাটে রেল দূর্ঘটনায় নিহত-১

রাজারহাট,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
    প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইন পারাপার হবার সময় এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউপির পুনকর গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র আঃ সালাম (৬৫)। তিনি ছিলেন পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানায়, ৩ রা জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সালাম তার বাইসাইকেলসহ রেললাইন পার হতে গিয়ে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী রেলের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। স্হানীয় লোকজন দৌড়ায় আসার পরক্ষণেই আহত ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন রেললাইন পারাপার হতে গিয়ে ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে কাউনিয়া ফাঁড়ির ইনচার্জ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com