গত কাল সোমবার রাজধানী মোহম্মদপুরের টাউন হলে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মোহাম্মদপুরের সর্বস্তরের শান্তি প্রিয় জনগণ । একটি কুচক্রী মহল ও সৈরাচারীর দোসররা মোহাম্মদপুর থানা পুলিশের শক্তিশালী অবকাঠামোকে ভেঙে, মনোবল দুর্বল করে দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে মোহাম্মদপুরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার জন্য মিথ্যা অপপ্রচারের পায়তারা করার প্রতিবাদে মোহাম্মপুর থানার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ।
উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এই কুচক্রী মহলই বাংলাদেশের অপরাধীদের অভয়ারণ্য হিসেবে মোহাম্মদপুর থানাকে উল্লেখযোগ্য করে গড়ে তোলার পায়তারা করতেছে। মোহাম্মদপুরে প্রায় ১৪ লক্ষ বসতির জন্য এ থানায় , সকল অফিসার ফোর্স মিলিয়ে পুলিশ আছে ১৮০ জন মাত্র, যা প্রায় ৪১২ জন বাসিন্দার জন্য মাত্র ১ জন পুলিশ সেবায় নিয়োজিত। এই অপ্রতুল পুলিশ জনবল দিয়ে ১৪ লক্ষ লোককে মোহাম্মদপুর থানা পুলিশ তার সাধ্য মত সেবা দিয়ে যাচ্ছেন। মোহাম্মদপুরে নিয়োজিত চৌকস পুলিশ অফিসাররা যখন ২৪ এর অভ্যুত্থান পরবর্তীতে মোহাম্মদপুরকে এক আতঙ্কের রাজ্য থেকে ধীরে ধীরে জনগণের আস্থাভাজন বসবাস যোগ্য করে গড়ে তুলতে সক্ষম হয়েছেন তখনই কিছু দুষ্ট লোকেরা এই থানার যোগ্য পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে বানোয়াট কাহিনী ও মিথ্যা রটাচ্ছেন এরা সংখ্যায় অতি নগণ্য এবং দেখা যায় যে, একই মুখ ঘুরেফিরে বারবার তারাই এই অপতৎপরতার পায়তারা করে চলেছেন। মোহাম্মদপুর থানা পুলিশের মনোবলকে দুর্বল করে দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে থানা’কে অভ্যুত্থান পূর্ববর্তী মোহাম্মদপুর হিসেবে পরিচয় করাতে চান তারা । আমরা মোহাম্মদপুর বাসী দৃঢ়ভাবে বলতে চাই, এই ধরনের পরিস্থিতি যদি আপনারা তৈরি করেন তাহলে মোহাম্মদপুরবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের রুখে দিবে ইনশাআল্লাহ । তারা আরো বলেন যে, মনে রাখবেন ২৪ এর অভ্যুত্থান আমরাই এনেছি এর রক্ষাকারীও আমরাই। বর্তমান মোহাম্মদপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাধীনতা উত্তর বাংলাদেশের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। বর্তমানে মোহাম্মদপুর থানা পুলিশের তৎপরতার কারনেই এই সৈরাচারীর দোসর ও দালাল, চাঁদাবাজরা ফায়দা লুটতে পারছেন না বলেই মোহাম্মদপুর থানার চৌকস পুলিশ সদস্যদের বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী হলুদ মিডিয়ার দ্বারা বিভিন্ন রকমের উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে হয়রানি মূলক সংবাদ প্রচার করে আসছেন । আমরা তাদের ধিক্কার জানাই। আমরা মোহাম্মদপুরবাসী মোহাম্মদপুর থানা পুলিশের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দুষ্টের দমন শিষ্টের পালন নীতিতে অটল থেকে বিশ্বাস স্থাপন করে কাজ করে যান আমরা আপনাদের পাশে আছি। আর ঐ সকল সৈরাচারীর দোসরদের দালাল, চাঁদাবাজদের রুখে দেয়ার দায়িত্ব মোহাম্মদপুরবাসীর।
বক্তারা আরো বলেন, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান, মোহাম্মদপুর থানায় যোগদান করার পর থেকে মোহাম্মদপুর থানার জনগণের জন্য গভীর রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যার জন্য এ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তিনি প্রথমবারের মতো ওসির দায়িত্ব পেয়ে মোহাম্মদপুর থানার জনগণকে যথাযথ সেবা প্রদান করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। কোন কারণে মোহাম্মদপুর থানার ওসিকে অপসারণ করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানিয়ে দেন।
Leave a Reply