1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যুবকের প্ররোচনায় সাংস্কৃতিক কর্মীর আত্মহত্যা - দৈনিক আমার সময়

যুবকের প্ররোচনায় সাংস্কৃতিক কর্মীর আত্মহত্যা

মো. ফারুক হোসেন জেলা প্রতিনিধি, শরীয়তপুর
    প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
শরীয়তপুর সদর উপজেলাধীন নিরালা গ্রামের বজলুর রহমানের ছেলে, আমিন মোহাম্মদ জিতু (৩২) নামক যুবকের প্ররোচনায় জাজিরা উপজেলাধীন জাজিরা পৌরসভার দক্ষিণ খোশাল সিকদার কান্দি এলাকার বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মান্নান খানের মেয়ে, জান্নাতুল ফেরদৌস নীলা (১৯) নামের এক সাংস্কৃতিক কর্মী আত্মহত্যা করেছে। এমন অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন মৃত নীলার বাবা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান।
জানা যায়, আমিন মোহাম্মদ জিতু বেসরকারি চ্যানেল এখন টিভির শরীয়তপুর জেলার ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলার দক্ষিণ খোশাল শিকদার কান্দির নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করে জান্নাতুল ফেরদৌস নীলা।
নিহত জান্নাতুল ফেরদৌস নীলার পারিবারিক সূত্রে জানা যায়, সে শরীয়তপুর বঙ্গবন্ধু সরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী,  পাশাপাশি অঙ্কুর থিয়েটার নামক নাট্যমঞ্চের  একজন অভিনেত্রী। সে কিছুদিন স্থানীয় সাংবাদিকতার সাথেও জড়িত ছিলেন।
নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস নীলা পড়াশোনার পাশাপাশি নাট্যমঞ্জ ও শিক্ষানবিশ  সংবাদ কর্মী  হিসেবে কাজ করছে। নাটক ও সংবাদের প্রয়োজনে তাকে প্রায়ই শরীয়তপুর শহরে যেতে হতো। শহরে যাতায়াত কালে তার সাথে এখন টেলিভিশনের ক্যামেরাম্যান আমিন মোহাম্মদ জিতুর সাথে পরিচয় হয়। তাদের পরিচয়ের সম্পর্ক এক পর্যায়ে প্রেমে পরিণত হয়। এরপর আমিন মোহাম্মদ জিতু বিয়ের প্রলোভন দেখিয়ে নীলার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ নীলাকে বিয়ের কথা বলে গত ২৪ অক্টোবর শরীয়তপুরে ডেকে নিয়ে যায় আমিন মোহাম্মদ জিতু। সেখানে একদিন থাকার পর গত ২৫ অক্টোবর রাত ১০ টার দিকে নীলা বাড়িতে ফিরে আসে। সকালে নীলার পরিবার তাকে বিষয়টি জিজ্ঞেস করলে সে জানায় জিতু তাকে বিয়ের কথা বলে শরীয়তপুর নিয়ে বিয়ে না করে অপবাদ দিয়ে আত্মহত্যার প্ররোচনা দেয়। গত ২৬ অক্টোবর দুপুরে বিশ্রাম নেওয়ার কথা বলে নিজ রুমের দরজা আটকিয়ে ফ্যানের সাথে ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নীলার বাবা বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মান্নান খান বলেন, আমার মেয়েকে জিতু বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সে বিয়ে না করে, উল্টো আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। আমি থানায় মামলা দায়ের করেছি। আমি আমার মেয়ের  হত্যাকারীর ফাঁসি চাই।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, লাশ পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ২৭ অক্টোবর জুমার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে নীলার লাশ দাফন করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জান্নাতুল ফেরদৌস নীলা নামে এক মেয়ের আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নীলার মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো আসামী গ্রেপ্তার করা যায়নি। আসামী গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com