1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নালিতাবাড়ী থানা পরিদর্শন - দৈনিক আমার সময়

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নালিতাবাড়ী থানা পরিদর্শন

আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি :
    প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দিক মহোদয় আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে নালিতাবাড়ী থানার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।
গত শনিবার (১২ এপ্রিল) পরিদর্শন উপলক্ষে নালিতাবাড়ী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল আলম ও নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা।
পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি মহোদয় থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি মহোদয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা-সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com