নেশায় আশক্ত ও চুরির অভিযোগ প্রমানিত হওয়ায় ৪ সদস্য কে স্থায়ীভাবে বহিস্কার করেছে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
আজ মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ।
বহিস্কৃতরা হলেন, মেহেরপুর নতুন পাড়ার গোলাম কাওছারের ছেলে মোঃ শামিম রেজা (ড্রাইভার), ঘোষপাড়ার আব্দুল খালেকের ছেলে এখলাছুর রহমান (ড্রাইভার), ষ্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে আব্দুস সালাম ( হেলপার) ও মৃত মোকাদ্দেসের ছেলে জাহিদ হাসান ( হেলপার)।
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, বহিস্কৃত ৪ জনের বিরুদ্ধে ইউনিয়নের আদেশ অমান্য করে সংবিধান বিরুদ্ধ কার্যক্রমসহ বিভিন্ন সময় নেশায় আশক্ত ও চুরির অভিযোগ প্রমানিত হয় । যা আমাদের সংবিধানের ৫ এর খ ধারা লঙ্ঘন করে । সে কারণে ০৫-০৯-২০২৩ ইং তারিখে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় আলোচনা পর্যালোচনা করে, সকল কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তাদেরকে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
Leave a Reply