মেহেরপুর জেনালের হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু পরিক্ষার ৫শ পিচ কিট, রোগীদের মাঝে ফল ও ডাস্টবিন উপহার প্রদান করেছে পৌর মেয়র। মেহেরপুর পৌরসভার উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম পেরেশান সহ পৌরসভার কর্মকর্তারা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের মাঝে ফল, ডেঙ্গু পরিক্ষার কিট ও ডাস্টবিন প্রদান করেন।
এসময় হাসপাতালের তত্বাবধায়ক হাসিবুস সাত্তার উপস্থিত থেকে কিট ও ডাস্টবিন বুঝে নেন। পরে পৌর মেয়র হাসপাতালের ডেঙ্গু ওর্য়াডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন ও তাদের ফল উপহার সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
Leave a Reply