মেহেরপুরে ৯৫০ পিচ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ৯৫০ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম দাঁতমারা
ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে দেলোয়ার হোসেন (৩২,) একই স্থানের হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪০) কে আটক করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে মেহেরপুর পৌরসভার পুরাতন বাস স্ট্যান্ড ফিন টাওয়ারের সামনে পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আজ বুধবার (১৮ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply