মেহেরপুরে সদর উপজেলায় আমঝুপিতে দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় কসম আলী(৭৫) নামের এর বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ রোববার (০৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বাজারে এ ঘটনা ঘটে। কসম আলী সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কসম আলী আমঝুপি বাজারে সাপ্তাহিক হাটে বাজার শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে কসম আলী স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুরে ২৫০শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
মেহেরপুর সদর থানাে ওসি সাইফুল ইসলাম জানান, ঘাতক মোটরসাকেল ও মোটরসাকেল চালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply