মেহেরপুরে ব্যাটারি চালিত ইজি বাইক উল্টে মাসুদ মুহুরী(৫০) নামের একজন নিহত এবং নারীসহ ৬ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কোলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মুহুরী গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত ফিরোজ মুহুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর কোর্টে কাজ শেষে বাড়ি ফেরার পথে আমঝুপি কোলার এলাকায় ব্যাটারি চালিত ইজি বাইকে মাসুদসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হয়। মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ মুহুরীকে মৃত ঘোষণা করেন। এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেহেরপুর সদর থানার ওসির সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply